Saturday, 1 October 2016

ছাড়তে পারব না

ছাড়তে পারব না
মোঃ সৈকত আলী


তুমি যে আমার স্বপ্ন ,
তুমি যে আমার অর্ধেক প্রাণ
তোমাকে হারাতে চাই না আমি
খুজিব সেই মহা আমাজন। 
তোমায় দেখিলে ভুলি যে আমি
দুঃখ আর বেদনা ,
তুমি যে সেই একজন
যার জন্য আমার মন-মনা ,
তোমাকে ছাড়া থাকিব কেমনে আমি
তুমি আমার মনন-প্রেরণা।
তোমার চোখ যেন সমুদ্রের নীল জল
আছে তাতে সুন্দর ফুলে
সব সুগন্ধভরা মৌমাছির দল।
তোমাকে ভুলিব কেমন করে
থাকব তোমার পাশে,
আসবে হাত বাধা বিপত্তি
আটকাবো রাশে রাশে।








No comments:

Post a Comment