মা
শালিম আনোয়ার
মা ? মা আসলে কি ?
মায়ের ভালবাসা কি ?
আমার দুঃখের সঙ্গী
মা হল সেই যে আমার
দুঃখে করেছে সুখের ভঙ্গী।
সুখে ভরা যে ব্যক্তি
সেই তো আমার মা
দুঃখকেও বদলে দেয় যে
সেই তো আমার মা।
যার নামে আমার
প্রথম ভাষা শুরু
যে আমার জীবনের
সর্বপ্রথম গুরু
সেই তো আমার মা।
যার মহাপরিবেশে নমাস
ছিলাম আমি
যার ফুলের মত হাসি
দেখলাম প্রথম আমি
সেই তো আমার মা।
আমি কাঁদলে মা আসে
আমি হয়ে যায় ফুল
মায়ের হুকুম না মানা
কখন করব না এ ভুল।
No comments:
Post a Comment