দুর্যোগ
মোঃ শালিম আনোয়ার
উন্নতি করে হয়েছে সবচেয়ে বড় বোকা,
প্রকৃতি ঘুরছিল নিজ আপন পথে
মানুষ সে প্রকৃতিকে ঘুরিয়েছে নিজ আপন পথে।
এই মানুষের কর্মে ক্ষমা চায় তার প্রাণ
ক্ষমা চেয়ে চেয়ে বলে,"আমার কষ্টে আছে জান।"
নিশ্বাস বলে আর পারি না নিতে
মনের আনন্দে থাকে না আর এই শুকনো মাঠে-এই মাঠ
চেয়েছিলাম পাব সবুজে সবুজ
কিন্তু কীভাবে পাই সে মাঠ- নদী- নালা- ঘাট
মেটে গিয়েছে নীল সবুজ।
আকাশে সে পাখির ওড়া
চারপাশে সবুজে-সবুজ ঘেরা
মাঠে মাঠে সেই ঘাসে ঘাস ভরা
গাছে গাছে সবুজের শ্রেষ্ঠত্ব সেরা।
কীভাবে পাব ফিরে সে পরিবেশ
দুখে ভরে গেছে আজ আমার পৃথিবী-দেশ।
No comments:
Post a Comment