Wednesday, 26 October 2016

বন্ধুঃ শালিম আনোয়ার

বন্ধু
শালিম আনোয়ার

বন্ধু সে বন্ধু কে
আসে যে দুঃখতে
বন্ধু সে বন্ধু কে
চড়ে যে কৃষ্ণচূড়ার কাটাতে।
শুকনো নদীর মতো প্রখর রোদে
সাইবেরিয়ার বরফ যে, বন্ধু সে
রাস্তার রোলারে ডলে
তাও বন্ধুকে কিছু না বলে
      বন্ধু সে।
মোর গোপন লুকিয়ে রাখে যে
মোর সম্মান রক্ষার্থে
    ফুজিয়ামা আগ্নেয়গিরি হয় যে
            বন্ধু সে।
সাহারার মতো মরুভূমিতে
    মিষ্টি জল হয়েছে যে
            বন্ধু সে।
বসফরাসের মতো প্রণালী
   করে ছিন্ন সম্পর্ক
কিন্তু পানামা খাল হয়ে
   বন্ধু সৃষ্টি করে বন্ধুত্ব
            বন্ধু সে।
এরকম বন্ধু চাই আমি
  প্রার্থনা চাই তার কাছে
    যে মহান অন্তর্যামী। 

No comments:

Post a Comment