মা
আবু বক্কর সিদ্দিক
মা আমার মা
তুমি যেন রাতের জ্যোৎস্না
মা আমার মা
তুমি আমার অগ্রগতির প্রেরণা।
তোমায় দেখে আমার
দিনের শুরু
আর তোমায় দেখে শেষ,
তুমি আমার নয়নমণি
তুমি আমার সর্বশেষ।
মা আমাদের কখনো বলেনা
মন্দ, অসৎ হওয়ার কথা,
মা আমাদের সর্বদা বলে, " বড়
হওয়ার কথা।"
Mother
Abu bakkar Siddik
Mom my mom
You light of the night
Mom my mom
You are progress motivated my
I see you
when Start day
I saw you ,
when end day.
You are my last,
I that always say.
Our mother never say
Evil, to be dishonest,
Our mother always says, "big
Supposed to be. "
No comments:
Post a Comment