Wednesday, 22 February 2017

কৌতুকঃ ছাত্র ও মাষ্টার

ছাত্র ঃ স্যার, আপনি আমাদের বহু প্রশ্ন করেছেন। আমরা উত্তর দিতে পারিনে। আজ আপনার কাছে এক প্রশ্ন।


মাষ্টারঃ কী, রে। তুই কী মনে করিস, আমি তোর উত্তর দিতে পারবো না।

ছাত্রঃ স্যার আগে মুখে স্বীকার করে নিলেন যে পারবেন না। তাহলে আমরা কীভাবে পারবো?

মাষ্টারঃ এ তুই প্রশ্নটা কর।

ছাত্রঃ হ্যাঁ স্যার। আপনি শুধু বাংলা পড়ান কেন?

মাষ্টার ঃ আমি বাংলার শিক্ষক তাই।

ছাত্রঃ স্যার আপনি যদি সব বিষয়ের উত্তর দিতে না পারেন, তাহলে আমরা কিভাবে উত্তর দিব?

মাষ্টারের মুখ হয়ে গেলো বন্ধ।
আরো কৌতুক পড়তে এখানে ক্লিক করুন।

Monday, 20 February 2017

কৌতুকঃ ছেলের বিয়ে

এক দিন বাবু সাহেব তার বন্ধ ু আবু কে নিজের মেয়ের সাথে আবুর ছেলের বিয়ে দিতে বলল 
বাবুঃ আবু ,আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিবি?
আবুঃ নিশ্চয়ই, তোর মেয়ে খুব্‌ই ভালো।
বাবুঃ হ্যাঁ, খুব্‌ই মিষ্টি মেয়ে।
আবুঃ না, তাহলে তো হবে না।
বাবুঃ কেন রে?
আবুঃ আমার ছেলের ডায়াবেটিস যে----
ছেলেঃ আব্বা------