Tuesday, 31 January 2017

শিক্ষায় আলো

Image result for শিক্ষা 
শিক্ষায় আলো
সঠিক শিক্ষা দেয় তোমায় আলো
ভুল শিক্ষা দেয় তোমায় ধুলো।
ভুল শিক্ষার নেই কোনো লাভ

শিক্ষার আছে অনেক ধাপ।
Image result for শিক্ষা
শিক্ষা লাভ করা মানুষের ধর্ম
সঠিক শিক্ষা লাভ করা মানুষের কর্ম।
শিক্ষায় শান, শিক্ষায় মান
সঠিক শিক্ষা পোঁছাবে না আমাদের কোনো হান।
মানুষের প্রথম কাজ শিক্ষা অর্জন
এজন্য করতে হবে সব বর্জন।
শিক্ষা শিক্ষিতদের প্রমাণ
অশিক্ষিতদের মনে হয় নাই কোনো প্রাণ।
ভুল শিক্ষা অর্জন কর না ভাই
এটি তোমায় দিবে ধুলো
সঠিক শিক্ষা অর্জন কর ভাই 

এটি তোমায় দিবে আলো। 
আরো কবিতা ও গল্প পড়তে এখানে ক্লিক করুন